খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
“দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি এর আয়োজনে শহরের কৃষ্ণচূড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ শেখ সাঈদুর রহমান, সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম, টিআইবির এরিয়া মানেজার জহিরুল কাইয়ুম।
এছাড়াও বিভিন্ন সংস্থা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গনমাধ্যম কর্মী, ইয়েস সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।