ইন্দুরকানীতে কাজ না করে পালিয়েছে ঠিকাদার

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুরের ইন্দুরকানীতে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মাধ্যমে বাস্তবায়িত রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ২টি প্যাকেজের কাজ শুরু না করে পালিয়েছে ঠিকাদার।

 

জানা যায়, উপকূলীয় জেলা সমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের আওতায় উপজেলায় ৫টি প্যাকেজের মধ্যে ৩টির কাজ চলমান। বাকি ২টি প্যাকেজের টেন্ডার হলেও কাজ করছে না ঠিকাদার। আরএফএল প্লাস্টিক লিঃ এন্ড আবির এন্ড ব্রাদার্স জেপি ৪৫ প্যাকেজের অনুকূলে ৬০৯টি ট্যাংকি ২০২৩ সালের ১৮ অক্টোবর ওয়ার্ক অর্ডার পায়। কাজের মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা।

 

এমইএই (জেবি) মহাখালী, ডিওএসএইচ, ঢাকা এর অনুকূলে ৬০৯টি যাহার ওয়ার্ক অর্ডার ২৭/১১/২০২৩ তারিখ কাজ শেষ হওয়ার সময় ২৬/১২/২০২৪ তারিখ থাকলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। এমনকি অফিসের সাথেও তারা কোন যোগাযোগ করেননি।

 

এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী শিমুল বড়াল জানান, এ উপজেলায় ৫টি প্যাকেজের মধ্যে ৩টির কাজ শেষ হওয়ার পথে। বাকি ২টি প্যাকেজের টেন্ডার হলেও ৪৬ প্যাকেজের ঠিকাদার কাজ না করার জন্য জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেন। ৪৫ প্যাকেজের ঠিকাদারকে কাজ শুরু করার জন্য ৪ সপ্তাহের সময় দিয়ে চিঠি দেয়া হয়েছে। শীঘ্রই এ ২টি প্যাকেজের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *