উজিরপুরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ব‌রিশাল জেলা প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় কথায় কথায় মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে ও আলোচিত জোড়াখুন মামলার অন্যতম আসামি, সন্ত্রাসী ও মামলাবাজ মিজানুর রহমান মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় সাতলা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া, সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া, বনি আমিন বালী, আব্দুল আজিজ বিশ্বাস, নুরুল হাওলাদার, দেলোয়ার বিশ্বাসসহ ৫ শতাধিক লোকজন। এসময় বিক্ষুব্ধরা ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলাসহ সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারসহ অভিযুক্ত মামলাবাজ মিজানুর রহমান মিয়াকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
ভুক্তভোগীরা জানান, কিছু দিন পূর্বে মামলাবাজ মিজানুর রহমান মিয়ার কু-পরামর্শে তার ভাই মনিরুজ্জামান মিয়া নিজের মাথা নিজেই কেটে তার বোন মমতাজ খানম মুক্তাকে বাদী করে মাছের ঘের কমিটির ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সে ঘটনায় ২১ নভেম্বর এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরপর ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তার ভাই মনিরুজ্জামানের স্ত্রী মুক্তা আক্তার মিতুকে দিয়ে ফের নাটক সাজিয়ে ২৭ নভেম্বর বরিশাল আদালতে মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, জাকির হাওলাদার, সান্টু হাওলাদার, হাফিজুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নম্বর – ৪৪৩/২০২৪ ইং ।

এ ব্যপারে আমাদের কন্ঠের প্রতিবেদক জানতে চাইলে, অভিযুক্ত মিজানুর রহমান বিষয়টি এড়িয়ে যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- বিষয়টি জানা নেই, তবে খতিয়ে দেখা হবে।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement