মৌলভীবাজার প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামে সাবেক মেম্বার চেরাগ মিয়া গংরা প্রবাসী এক পরিবারের মৌরসী ভূমির সীমানা পিলার উপরে ফেলে জবরদখল করার অভিযোগে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আজ ৮ অক্টোবর সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছালেহা বেগম (৬০)।
লিখিত বক্তব্য তিনি জানান-স্বামী ফারুক মিয়া‘র মৌরসীসুত্রে প্রাপ্ত ভূমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধ দেখা দিলে বিগত ১৩/০৫/২০২৩ইং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সার্ভেয়ারের উপস্থিতিতে উক্ত ভূমির সীমানা নির্ধারন করা হয়। কিন্তু, তবুও চাচাতো ভাইগংরা তাদের কৌশলী ষড়যন্ত বন্ধ করেন নি। গত ৭ অক্টোবর জিয়াউর মিয়া (৫০), তাজুদ মিয়া (৬০), চেরাগ মিয়া (৭৫), মুশিকুর মিয়া (২৯), জলাল মিয়া(৫৫)- উক্ত ভূমিতে প্রবেশ করে হামলা চালায়। তাদের হামলায় এ সময় কাজের দায়িত্বে থাকা জুবায়েল আহমদ (২২), ছালেহা বেগম (৬০), শাহানা আক্তার শিল্পী (৩৯), কছির মিয়া (৩৫), শেলিনা আক্তার (৩৫),সহ পরিবারের অন্যান্য লোকজন গুরুতর ভাবে আহত হন। তাদের হাল্লা চিৎকার শুনে আশ-পাশের লোকজন আগাইয়া আসিয়া তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শাহানা আক্তার শিল্পী বাদী হয়ে- জিয়াউর রহমান (৫০), তাজুদ মিয়া (৬০), চেরাগ মিয়া (৭৫), মুশিকুর মিয়া (২৯), জলাল মিয়া (৫৫)-বিবাদী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।