এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া হাসপাতালের ডাক্তার লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ছাত্ররা। মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদের পক্ষ থেকে মাশরাফি কামাল সাফি বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, “ডাঃ লেলিনের বিরুদ্ধে অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার অযথা আচরণ ও চিকিৎসাসেবা নিয়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। তাই দ্রুত তার শাস্তি ও অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এ সময় ছাত্রদের একটি দল কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যেও ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন,স্মারকলিপি পেয়েছি, উচ্চপর্যায় কর্মকর্তাদের বিষয়টি জানানো হবে।
উল্লেখ্য, এ ঘটনার আগে ডাঃ লেলিনের বিরুদ্ধে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা।