খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের কাউখালীতে সামাজিক বনায়নের লাখ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়নের বারানী খালের পাড়ের ভেরিবাঁধের উপর অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন তৈরি করা হয়। প্রায় দেড় দশক পর্যন্ত এ সামাজিক বনায়নের গাছের চারা রক্ষনা বেক্ষণের পরে গাছগুলো এখন মূল্যবান সম্পদে পরিণত হয়। বন বিভাগের উদাসীনতা ও উপজেলা বন অফিসের দায়িত্বে থাকা ইলিয়াস হোসেন এ উপজেলা যোগদানের পর তিনি অফিস না করার সুযোগে স্থানীয় দুর্বৃত্তরা প্রতিনিয়ত বনায়নের মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, কাউখালী উপজেলা বন কর্মকর্তার তদারকি না থাকার সুযোগে দুর্বৃত্তরা গত রবিবার রাতে ১২টি আকাশ মনি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা যা স্থানীয়রা দাবী করেন। এছাড়াও একই এলাকায় বিভিন্ন সময় দুর্বৃত্তরা সামাজিক বনায়নের লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা বন অফিসের দায়িত্বে থানা ইলিয়াস হোসেন মুঠোফেনে জানান, তিনি অসুস্থ তাই অফিস করতে পারেন না, আগামী সোমবার অফিসে আসবেন। গাছ চুরি হওয়ার সংবাদ শুনেছেন, আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এছাড়াও বাগেরহাট বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) জি এম রফিক আহম্মেদ জানান, দায়িত্বে অবহেলার কারনে গাছ চুরির ঘটনা ঘটলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।