আক্তারুল ইসলাম, সাতক্ষীরা:
বিভিন্ন প্রলোভন ও প্রতারণার ফাঁদে ফেলে সহজ সরল ব্যবসায়ী, সাধারণ মানুষের নিকট থেকে হাতিয়ে নেওয়া অর্ধ কোটি টাকা আদায়ের জন্য এলাকার ব্যবসায়ী ও ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী বাঁশতলা বাজার ব্যবসায়ী ও ভুক্তভোগীদের আয়োজনে শনিবার (১১ জানুয়ারী) বেলা ১১ টায় বাঁশতলা বাজার সড়কের উপরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ফতেপুর গ্রামের স্বপন রায়ের পুত্র বিপ্লব রায় বিভিন্ন ব্যবসায়ী ,সাধারণ লোক, প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধ কোটি টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়ে সুকৌশলে ভারতে পালিয়ে যায়।
পরে তার পিতা স্বপন রায় তার জমি জমা বিক্রি করে ভারতে যাওয়ার প্রাক্কালে ভুক্তভোগীরা জানতে পেরে টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু সে বিপ্লবের দোহাই দিয়ে পার পাওয়ার চেষ্টার প্রতিবাদ এ কর্মসূচির আয়োজন করেছে ।
বিষয়টি পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং ব্যবসায়ীদের টাকা ফেরত দেয়ার জন্য স্বপন রায়কে আইনের আওতায় আনার আহ্বান জানান। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, ব্যবসায়ী হাফিজুর রহমান, ব্যবসায়ী আব্দুল হাকিম, রফিকুল ইসলাম সরদার প্রমুখ।