কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিবেদক
শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে আজ ৫ অক্টোবর সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪। এ উপলক্ষে উপজেলা চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকগন এক একটি স্কুলের অভিভাবক। স্কুলের সকল দায়িত্ব একজন শিক্ষকের। সুতরাং শিক্ষকের নিজের সন্মান নিজের ধরে রাখতে হবে।
মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হকের সভাপতিত্বে এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার হালিমা খাতুনসহ কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগন উপস্থিত ছিলেন।