শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন , দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গাইবান্ধা পৌরপার্কে বৃহস্পতিবার ‘ ইসলামি আনন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান,সিনিয়র যুগ্মসচিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড.মাওলানা হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. শাহাজ উদ্দিন রিয়াদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ সোহেল রানা, শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, পলাশবাড়ি থানা যুব আন্দোলন সভাপতি আমিনুর রহমান বুলবুল, সাঘাটা থানা সভাপতি মাওলানা মো. মনির উদ্দিন, গোবিন্দগঞ্জ থানা সভাপতি মাওলানা আকরাম হোসেন প্রমুখ।