শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা তাঁর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচিতি অনুষ্ঠানে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জনসংকেত পত্রিকা সম্পাদক দীপুর কুমার পাল,শাহাবুল শাহীন তোতা, সিদ্দিক আলম দয়াল, রোকনুজ্জামান রোকন, জোবায়ের আলী, খালেদ হোসেন, জাভেদ হোসেন, রিক্ত প্রসাদ, আফরোজ লুনা, ফিরোজ কবির মিলন, এস.এম বিল্পব, দৈনিক আজকের জনগণ পত্রিকার স্টাফ রিপোর্টার কার্তিক চন্দ্র বর্মন, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মুনতাকিন জুয়েল, গোলবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিক বাবু, ওবায়দুর রহমান, তাপস কুমার বর্মন, শামীম রেজাসহ প্রেসক্লাবের সদস্য এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।