গাজীপুর থেকে মো: জহিরুল ইসলাম :
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিয়াকত বাহিনীর বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন জেলার শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া গ্রামের ভূক্তভোগী আব্দুস সাত্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যুবদল নেতা লিয়াকত আলী এলাকায় তার নামে একটি বাহিনী গড়ে তুলেছেন। ওই বাহিনীর সদস্যরা বাধ্যতামূলক ইট, বালি সাপ্লাই, জমি দখল, ঝুট ব্যবসা, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত। ৪৩ নং শ্রীপুর মৌজার এস.এ খতিয়ান ৯৩ ও ৫৭৯ আর.এস ২৪৪ ও ৯৭০নং খতিয়ানে এস.এ দাগ ১৮৭১/২৯১৬, ১৭৫৯, আর.এস ৭৬৫৪, ৭৬৫৭ দাগের হ্যামস গ্রুপের এমপি আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান ২০১৭ সালে ক্ষমতার জোরে এক বিঘা জমি দখল করে নেয়। গত শুক্রবার ৬ ডিসেম্বর জেলা যুবদল নেতা লিয়াকত আলীর নেতৃত্বে রোমান, মিলন, জাহাঙ্গীর, মনির উদ্দিন, আলী হোসেন, মামুন, রাসেল, শুভ, আজিজুল ইসলাম ও হারুনসহ তার বাহিনীর সদস্যরা হ্যামস গ্রুপের হয়ে ভাউন্ডারী ওয়াল সোজা করার নামে তার আরো আধা বিঘা জমি দখল করে নেয়। দখলে বাধা দিতে গেলে ষাটোর্ধ্ব মা সাবেরণ নেছাকে মারধর করে ফ্যাক্টরীতে আটকে রেখে ভাউন্ডারী ওয়াল নির্মাণ করে। এ বিষয়ে ভুক্তভোগীর পুত্রবধূ শরীফা আক্তার বাদী হয়ে লিয়াকত আলী ও তার বাহিনীর ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত আলী বলেন, এগুলো কেউ তাকে উস্কানী দিয়ে করাচ্ছে। এখানে জমি দখলের মতো কোন ঘটনাই ঘটেনি এবং আমি বিএনপির করি, আমার লোকজন আছে কিন্তু আমার নামে কোন বাহিনী নেই এবং তারা কোন মাদক বা অপরাধের সাথে জগিত নেই। আব্দুস সাত্তার হ্যামসের কাছে জমি বিক্রি করেছে সেই জমিতে কোম্পানী বাউন্ডারী করতে গেলে তারা বাধা দিচ্ছে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।