গ্রেফতার হলেন সংবাদ সম্মেলন করে পদত্যাগ করা সেই আওয়ামী সভাপতি 

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:

 

গাইবান্ধায় মাদক, জুয়া,ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ। চলমান এ অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় ও ওসি বুলবুলের নেতৃত্বে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘র একটি চৌকস টিম গত ৯ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকান থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবুকে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায়  গ্রফতার করেন।

 

গ্রেফতারকৃত শমেস উদ্দিন বাবু বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে এবং বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি  সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

 

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল বলেন,” শমেস উদ্দিন বাবুর নামে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বলে অভিযোগ আছে। এ ঘটনায় ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।”

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখেশেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা ২৭ আগস্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সেসময় একটি ঘোষণাপত্রে সই করেন।

 

আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতিকে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *