ছাত্র -শিক্ষক‌ই শিক্ষার মূল প্রসঙ্গ  – প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের মাথায় যেন সবসময় এটা থাকে-মূল শিক্ষার প্রসঙ্গ হচ্ছে ছাত্র-শিক্ষক‌। এটা হচ্ছে মূল বিষয়। আর আমাদের কাজ হচ্ছে এটাকে সহযোগিতা করা। যদি আমরা ঠিক এভাবে চিন্তা করতে পারি এবং আমাদের সব কাজে যদি আমরা ঠিক এটুকু মাথায় রাখতে পারি তাহলেই সম্ভব যে আমরা যেটা চাই যে, আমাদের শিশুরা সাক্ষর হয়ে উঠুক, তাদের ভাষায় এবং গণিতে। এটুকু সম্ভব হবে।

উপদেষ্টা মঙ্গলবার ( ২২ এপ্রিল) মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর পরবর্তী সেক্টর প্রোগ্রাম ডিজাইনিং’ সংক্রান্ত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছাঃ নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪’ এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ প্রমুখ ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ দিনব্যাপী এই ওয়ার্কশপে অংশ নেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement