ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাংক থেকে রুবেল হোসেন (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের জনৈক সোহেল মিয়া নামের এক ব্যাংকারের পরিত্যক্ত বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১১ জানুয়ারি বিকাল থেকে নিখোঁজ ছিলেন রুবেল হোসেন। পরে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। শনিবার দুপুরে সোহেল মিয়ার পরিত্যক্ত বাড়িতে কাজ করতে কয়েকজন শ্রমিক আসেন। এসময় উক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সেসময় শ্রমিকেরা স্থানীয়দের সহযোগিতায় বাড়ির সেফটিক ট্যাংকের ভিতরে রুবেলের লাশ দেখতে পায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশী তদন্ত অব্যহত রয়েছে।