তথ্য সন্ত্রাসের শিকার সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আমাদের কন্ঠ প্রতিবেদক:

কুচক্রী মহলের ষড়যন্ত্রে তথ্য সন্ত্রাসের শিকার হয়েছেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। সাংবাদিকদের দাবি আদায়ে বরাবরই সোচ্চার সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। তিনি একজন প্রথিতযষা সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। একই সাথে তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদেরও সচিব।

সভা-সমাবেশ-সেমিনারে তার সাহসী বক্তব্য উদ্বুদ্ধ করে পুরো  সাংবাদিক সমাজকে। যে কারনে সাংবাদিক সমাজে ব্যাপক জনপ্রিয়তা তার।  তাঁর উদ্দম গতি মেধা ও অধিক যোগ্যতার ফলে তিনি পৌঁছাতে পেরেছেন সাফল্যের চরম শিখড়ে । তাঁর এই সফলতাকে মেনে নিতে পারছেন না কিছু বিপদ গামী সাংবাদিক।

তাইতো ষড়যন্ত্র করে তার বিরুদ্ধেই আনা হয়েছে মিথ্যা ও সাজানো চাঁদাবাজির অভিযোগ। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে করেছে কোন একটি সংবাদ মাধ্যম। এই সংবাদ মূলত সৎ সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস । এমন সংবাদ ও সাংবাদিকতা  সাংবাদিকদের অস্তিত্বের বিরুদ্ধে। এদের কারনেই মর্যাদা হারাচ্ছে সাংবাদিকতা পেশা । তাই এর লাগাম এখনই টেনে ধরতে হবে। এসব তথ্য সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ-প্রতিহত করতে হবে, এবং আইনের আওতায় আনতে হবে। এমন দাবি আজ কাদের গনি সমর্থকদের।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *