পুটখুর গংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি ও দোপাড়া জেলেপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ার শিবগঞ্জে পুটখুর গংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি ও দোপাড়া জেলেপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির বিরুদ্ধে ইউএনও বরাবর ২টি  অভিযোগ প্রদানের খবর পাওয়া গেছে। গত ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে পুটখুর গাংগার পশ্চিমপাড় মৎস্যজীবী সমবায় সমতির সভাপতি ইছাহাক আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, পুটখুর গংগারদিঘী মৎস্যজীবী সমবায় সমিতি যে পুকুরটি ডাকে অংশগ্রহণ করেছে তাতে মোট সদস্য সংখ্যা ৩২ জন । তন্মধ্যে  ২৫/০৬/২০১৬ ইং তারিখে ০৩ জন, ১৩/০৬/২০১৬ ইং তারিখে ৪ জন , ২৭/০২/২০১৯ইং তারিখে ০৩ জন এবং  ২০/১২/২০২১ইং তারিখে ৩ জন মোট ১৩ জন  এফিডেভিটমূলে উক্ত সমিতির সদস্যপদ হইতে পদত্যাগ করেছেন। উক্ত সমিতির ২ জন সদস্য মৃত্যুবরণ করার পরও তাদের  এখনও ঐ সমিতির সদস্যপদ বহাল রয়েছে, তারা হলেন,  মৃত মোঃ কামাল উদ্দিন এবং মৃত, মোঃ জসিম উদ্দিন ।  উক্ত সমিতির কোন মৎস্যজীবী সদস্য নাই। ক্রমিক নং ২৪ থেকে ক্রমিক নং ৩২ পর্যন্ত  মৎস্যজীবী কোন প্রত্যয়ন নাই। এবং উক্ত সমিতির সভাপতি সহ অন্য সদস্যের নামে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত শিবগঞ্জ , বগুড়ায় মামলা চালমান রয়েছে।  যার মামলা নং ৩০- জি আর নং ৪৩৫/২৪ শিবগঞ্জ, বগুড়া। উক্ত সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম আটমুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটিতে বহাল রয়েছে।

এছাড়াও গত ৬ ফেব্রুয়ারি আরও একটি অভিযোগ করেছেন দোপাড়া জেলেপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির বিরুদ্ধে। শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের পুটখুর মৌজার দাগ নং-৪৭৫, পরিমান- ৪.২৫ একর এক পুকুর ইজারা ডাকে দোপাড়া জেলেপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি নিয়মবহির্ভূত অংশগ্রহন করে । উক্ত সমিতিটি অন্য মৌজায় প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। সমবায় সমিতি নিবন্ধন সনদ পত্রে উল্লেখ রয়েছে যে, সমবায় সমিতি আইন ২০০১ বিধান অনুযায়ী তার নিজ কর্ম এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এবং সমিতিরি উপ- আইন উল্লেখিত কর্ম এলাকার বাইরে সমিতির কার্যক্রম পরিচালনা করা যাবে না। উক্ত সমিতিটির সনদ পত্রে আরও উল্লেখ রয়েছে যে, তার নিজ কর্ম এলাকা হবে সমগ্র দোপাড়া ও গোবনা গ্রাম ব্যাপী মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক বলেন, জলমহাল ইজারা ডাকে যেকেউ অংশগ্রহণ করতে পারে ।তবে নিকটবর্তী ইজারাদারদের অগ্রাধিকার ভিত্তিতে ইজারা দেওয়া হবে। দুই সমিতির বিরুদ্ধেই অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে অনিয়ম দুর্নীতির প্রমান পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement