নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী(আদিবাসী)দের নবান্ন উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় নাচোল সরকারি কলেজ মাঠে শ্যামল মাহাতোর সভাপতিত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার(চাঁপাইনবাবগঞ্জ) নিকোলাস মুরমুর সার্বিক তত্বাবধানে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, ১৫টি দলের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবান্নের পিঠা উৎসব এবং আমন্ত্রিত অতিথিদের আলোচনাসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক(স্থানীয় সরকার) দেবেন্দ্রনাথ উঁরাও, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর উপ-পরিচালক বেঞ্জামিন টুডু ও নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম। প্রথম পর্বে প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে আলোকপাত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দীন। দ্বিতীয় পর্বে উপজেলায় বসবাসরত সান্তাল, মাহালী, মুন্ডা, মাহাতো, তুড়ি ও রায় সম্প্রদায়ের স্থানীয় ও জাতীয় পর্যায়ের সমস্যা তুলে ধরে গ্রামপ্রধানগণ বক্তব্য রাখেন।