নাচোলে জমিজমার দ্বন্দের জেরে এলাকায় ককটেল বিষ্ফোরণ, আহত ৫, আটক ৬

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গুঠইল গ্রামে ককটেল হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলায় ৫জন আহত হয়েছে। বাড়িতে হামলার সময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ধাওয়া করে ও তাদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। (১৭ নভেম্বর) নাচোল উপজেলার গুঠইল গ্রামে ঘটনাটি ঘটেছে।

নাচোল থানার অফিসার ইনজার্চ মনিরুল ইসলাম জানান, নাচোল রেল ষ্টেশন এলাকার রজব, সিফাত ও গুঠইল গ্রামের জসিমের জমিজমা নিয়ে দীর্ঘ দিনের পারিবারিক বিরোধ ছিল। জমিজমার দ্বন্দে¦র জেরে রবিবার বিকেলে গুঠইল গ্রামে জসিমের বাড়িতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউপির রামচন্দ্রপুর এলাকার ৩০/৪০জনের একদল ভাড়াটে সন্ত্রাসী হামলা চাল্য়া। এই বিরোধকে কেন্দ্র করে দু’দিন পূর্বে একপক্ষ আরেক পক্ষের লোকজনকে মারধর করে। এরই জের ধরে রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউপির রামচন্দ্রপুর এলাকার ৩০/৪০জনের একদল ভাড়াটে সন্ত্রাসী গুঠইল গ্রামের জসিমের বাড়ির পিছনে কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় ও জসিমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে অন্তত ৫জন আহত হয়।

এসময় স্থানীয় জনতা মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ছুটে এসে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয় ও ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬জনকে আটক করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ও ঘটনাস্থলে পুলিশী টহল অব্যাহত রয়েছে ও থানায় মামলা হয়েছে।

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement