নিহত মন্টু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শনে জামায়াতের আমির

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান,বরগুনা:

বরগুনায় ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম।সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে পৌঁছান জামায়াতের আমীর। তার সঙ্গে ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ডা. শফিকুল ইসলামকে বহনকারী একটি হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গণে অবতরণ করে।

বরগুনার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস। ওই দিনই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর ১২ মার্চ মামলার শুনানির দিন ছিল। ওইদিন মধ্যরাতে বাড়ির পেছন থেকে বাদী মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মন্টু দাসকে হত্যা করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে দুর্দশায় দিন কাটছে পরিবারটির।

সোমবার নিহত মন্টুর বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম। এ সময় ভুক্তভোগী পরিবারকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি।

তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, ‘মন্টুর পরিবারের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত নেক্কারজনক। আমরা সাধ্যমত পরিবারটির পাশে আছি এবং প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করব।’

এরপর, ডা. শফিকুল ইসলাম বরগুনা শহীদ মিনারে মাঠে এক পথসভায় অংশ নেন এ পথসভায় আরো উপস্থিত ছিলেন জামাতের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement