নেছারাবাদে দুর্বৃত্তদের হাতে কাঠেরপুল ভাঙ্গার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টার,পিরোজপুর

পিরোজপুর নেছারাবাদের বলদিয়া-মলুহার খালের উপর নির্মিত সংযোগ কাঠেরপুল দুর্বৃত্তদের হাতে ভাঙ্গার প্রতিবাদে ও পূর্ণনির্মাণের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এলাকাবাসীরা জানান, গ্রামবাসীদের উদ্যোগে নির্মিত কাঠেরপুলটি খুবই গুরুত্বপূর্ণ। নেছারাবাদ ও বানারীপাড়া উপজেলার সংযোগের অন্যতম সংযোগ সাঁকো এটি। এখান থেকে শত শত লোক প্রতিদিন চলাচল করে। পাশেই স্থানীয় চামী ও একতা বাজার অবস্থিত, এছাড়াও কাঠেরপুলটির পাস ঘেঁষে মসজিদ ও মাদ্রাসা থাকায় চার শতাধিক ছাত্রছাত্রীরা এই কাঠেরপুল থেকে যাতায়াত করে। একমাত্র যাতায়াতের মাধ্যম এই কাঠেরপুলটির পুনঃনির্মাণের জন্য স্থানীয় লোকজন ও সুনির্দিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করছেন তারা।

মানববন্ধনে উপস্থিত চাষী মোসলেম মিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে প্রকাশ্য দিবালোকে কাঠেরপুলটি ভেঙে ফেলেছে প্রতিপক্ষরা। এনিয়ে স্থানীয় দোকানদার মো. খোকন কবিরাজ পুলটি পুনঃনির্মাণের জন্য বিশ হাজার টাকা জরিমানা দেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলের কাজ শুরু করেনি। আমাদের মাদ্রাসার প্রায় চার শতাধিক শিক্ষার্থীরা এখান থেকে চলাচল করে। দুর্ঘটনার ভয়ে তারা এখন নিয়মিত স্কুলে আসে না। কাঠেরপুলটি পুনঃনির্মাণ জরুরী হয়ে পড়েছে।

এ বিষয়ে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম সাইদ বলেন, বিষয়টি শুনেছি। কাঠেরপুলটি দুই উপজেলার সীমান্তবর্তী থাকায় সরকারি সুযোগ-সুবিধা আদায়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় কোন ঘটনা ঘটনার আগে দুই পক্ষকে নিয়ে বসে এক করার উদ্যোগ গগ্রণ করব।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এলাকাবাসীরা গণস্বাক্ষর দিয়ে একটি অভিযোগ দিয়েছেন। মারামারির বিষয়টি খতিয়ে দেখব। এবং কাঠেরপুলটি পুনঃনির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement