পলাশবাড়ী প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদারে নেতৃত্বে বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের গোপাল চন্দ্রের ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ দূষণের কারনে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদার জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন করেছে। এতে পরিবেশ দূষণ হওয়ায় তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান আরো অব্যাহত থাকবে।