পাইকগাছায় ৫ শ্রেষ্ঠ পাট চাষীদের মাঝে পুরস্কার বিতরণ 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

 

“বাংলার পাট বিশ্বমাত,পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পে’র আওতায় পাইকগাছায় শ্রেষ্ঠ পাট চাষী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে‌।

 

বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সভাপতিত্বে  স্বাগত বক্তৃতা রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী পাট কর্মকর্তা উন্নয়ন অনিরুদ্ধ কুমার বৈদ্য।

 

উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে বাছাই করে পাঁচ জনকে শ্রেষ্ঠ পাট চাষী হিসেবে নির্বাচিত করা হয়।

 

তারা হলেন,  হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের খালেক জমাদ্দার, কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মোশারফ হোসাইন, গাইপুর ইউনিয়ন তকিয়া গ্রামের সবুর রেজা, রাড়ুলী ইউনিয়ন আছাদ মোড়ল এবং চাঁদখালী ইউনিয়ন কৃষ্ণনগর গ্রামের স্বপন কুমার ঘোষ।

 

অনুষ্ঠানের তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও স্প্রে মেশিন বিতরণ করা হয়। এসময়  আরো উপস্থিত ছিলেন,  এফওএফ বিসিআর এল প্রকল্পের শিশির হালদার, গণমাধ্যম কর্মী ও পাট চাষীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *