সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বুধবার (১১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থল বন্দর ট্রাক ইয়ার্ডে বিকাল চারটায় ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৭ হাজার গাড়ি বহরে দলের নেতা কর্মীরা উপস্থিত হন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জ্বিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবদুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুল হক শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
বক্তারা বলেন, রাওয়াল পিণ্ডির জিঞ্জির ভেঙ্গেছি দিল্লীর দাসত্ব করার জন্য নয়। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, প্রভূ রাষ্ট্র নয়। ভারতের কিছু দুষ্কৃতিকারী মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য যে অপপ্রচার চালিয়েছে বাংলাদেশের জনগণ তা প্রতিহত করেছে। বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতে পালিয়ে দেশকে অস্থির করার জন্য কিছুদিন পরপর অডিও বার্তা দিয়েই যাচ্ছে। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন করেছে, হামলা, মামলা দিয়ে স্বৈরতন্ত্র চালিয়েছিল শেখ হাসিনা ও তার দোসররা। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনাসহ সাড়ে তিনশত সংসদ সদস্য পালিয়েছে। তাদের আর এই বাংলায় ঠাই হবেনা। জনগণ তাদের প্রতিহত করবে।
আখাউড়া আগরতলা সীমান্তে পুলিশ, গোয়েন্দা সংস্থা, চব্বিশ প্লাটুন বেটালিয়ন বিজিবিসহ তিন স্তরের নিরাপত্তার চাদরের বেষ্টনীতে ইমিগ্রেশন, কাস্টমসে রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এছাড়াও লং মার্চে উপস্থিত ছিলেন নাদিয়া পাঠান পাপন, তরুণ দে, ভিপি তাজুল ইসলাম, মুর্তজা বশির আপেল, তানিম শাহেদ রিপন, এইচএম বাশার, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সহসভাপতি রাশেদ কবির আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, সজিবুর রহমান, রুমেল আহমেদ, আশিকুল ইসলাম সুমন প্রমূখ।