পিরোজপুরে চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন  

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিত ভাবে যে হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে তার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার এবং চাকরিচ্যুত সকল বিড্আির সদস্যদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা প্রসাশক এর কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। মানববন্ধন শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেনে পিরোজপুর জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এসময় তারা বলেন, শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে নিরাপরাদ সেনা সদস্যদের হত্যা করে ভারতকে খুশি করেছে। বিডিআরকে ধ্বংস করাই ছিল তার একমাত্র লক্ষ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিতভাবে হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার এবং চাকরিচ্যুত সকল বিডিয়ার সদস্যদের চাকরি পুনর্বহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তির দাবি করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *