নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি;
সাবেকমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার শ ম রেজাউল করিম, সাবেক এমপি একে এম এ আউয়াল, সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক, যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাবেক চেয়ারম্যান এসএম বাইজিদসহ নেতাদের বাড়িতে ভাঙচুর কওে আগুন দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতি বার রাত ৮টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র কওে পিরোজপুওে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতি বার রাত ৮টার দিকে উপজেলা সহ জেলা সদরে একত্র হন। এরপর তাঁরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সদরে ও নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন খান,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান,সাবেক চেয়ারম্যান এসএম বাইজিদ হোসেন, নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের বাড়ি, ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হাসান ডালিম সহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন ও ভাঙচুর করেন।
এর আগে বুধবার রাত ১২টার দিকে একদল ছাত্র-জনতা পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কে থাকা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও সম্পাদক অনিরুজ্জামান অনিকের শংকর পাশা ইউনিয়নের গ্রামের বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগকরে বিক্ষুব্ধছাত্র-জনতা। পরে রাত ১টার দিকে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ও বলেশ্বর ব্রীজ টোলঘর ভাংচুর করা হয়।