পিরোজপুরে ৪৫৮ মন্দিরে হবে দূর্গাপূজা,চলছে শেষ সময়ের প্রস্ততি

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

আসন্ন দূর্গাপূজায় পিরোজপুরের ৭ টি উপজেলায় ৪৫৮টি মন্দিরে পূজা উদযাপনের প্রস্ততি চলছে। শনিবার দুপুরে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: মুকিত হাসান খাঁন, সদর থানার ওসি আব্দুস সোবাহান, জেলা পূজা উদযাপন পরিষদর সাধারণ সম্পাদক দোলা গুহ।

 

পূজামন্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান, জেলার ৭টি উপজেলায় সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অন্য যে কোন সময়ের চেয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। কেউ যদি কোন নাশকতা করার চেষ্টা করে তবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না।

 

নাজিরপুর উপজেলায় ১১৯টি, সদর উপজেলায় ৬০টি, খান্ডারিয়া উপজেলায় ৬০টি, নেছারাবাদ উপজেলায় ১০১টি, মঠবাড়িয়া উপজেলায় ৭০টি, কাউখালী উপজেলায় ২৫টি এবং ইন্দুরকানী উপজেলায় ২৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *