হারুন-অর-রশিদ বাবু ,রংপুর
কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব দুই বছরের বেশি সময় আগে মারা গেছেন। তবে তাকে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে সর্বত্র আলোচনা সমালোচনা শুরু হয়।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কারমাইকেল কলেজের সাবেক এই অধ্যাপক ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বাড়ি রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায়।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন কর্মকর্তার সবাই অধ্যাপক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদে নিয়োগ দেয়। এর মধ্যে দুটি প্রজ্ঞাপনে ৪৯ জন করে এবং আরেকটি প্রজ্ঞাপনে ৩৭ জনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়।
অধ্যাপক আবদুল মুত্তালিব ২০১৫ সাল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপকের দায়িত্বে ছিলেন। তার সহকর্মী ও একই বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান জানান, ২০২৩ সালের ৩০ অক্টোবর তিনি কারমাইকেল কলেজ থেকে রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
আবদুল মুত্তালিবের মৃত্যুর পর বানেশ্বর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম। তিনি স্মৃতিচারণা করে বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মুত্তালিব সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান শেষে নিজ কক্ষে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে অবসর জীবন কাটানো রেজাউল করিম জানান, ‘মুত্তালিব স্যারের মৃত্যুর পরও কলেজের ওয়েবসাইটে তথ্য সংশোধন না করায় অনেকের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।’
প্রয়াত আবদুল মুত্তালিবের মৃত্যুর পর তথ্য বিভ্রান্তি নিয়ে কথা হয় তার ভায়রা সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি জানান, মুত্তালিবের মৃত্যুর পর পরিবার থেকে মৃত্যুসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছিল পেনশন ও ভাতার প্রক্রিয়ার জন্য। তা সত্ত্বেও দুই বছর পর অধিদপ্তরের পক্ষ থেকে তাকে নতুন করে পদায়নের ঘটনা ঘটায় পরিবার বিস্মিত ও মর্মাহত।
এদিকে প্রয়াত অধ্যাপক আবদুল মুত্তালিবকে পীরগাছা কলেজে দায়িত্ব দেওয়া হলেও সেখানে বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম আশাদুল ইসলাম। তিনি ২০২৩ সালের ১৯ নভেম্বর গাইবান্ধা সরকারি কলেজ থেকে পীরগাছা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তবে প্রজ্ঞাপনে এখনো তাকে গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তাকে নতুন করে গাইবান্ধার ফুলছড়ি ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
এই বিষয় নিয়ে আশাদুল ইসলাম বলেন, তার এবং আবদুল মুত্তালিবের বিষয়ে যথাযথ তথ্য যাচাই না করেই ভুলভাবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য তিনি মন্ত্রণালয়ে অবহিত করবেন।