ফেনীতে ডাকাতির সরঞ্জামসহ ৫ জন গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ফেনী প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডাকাত দলের ৫ সদস্যকে ডাকাতি সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কে ঢাকামুখি লেনের ফাজিলপুর এলাকার নজির আহাম্মদ ব্রিকস ফিল্ডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), একই এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫)। অপর গ্রেফতারকৃত আসামি হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)। এসময় আটককৃতদের ব্যবহৃত প্রাইভেট কারের পিছনের অংশ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু ১টি ছুরি এবং ২টি লোহার কাটার হ্যাকসা ব্যালেট উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, রোববার দিবাগত রাতে হাইওয়ের ফেনীর অংশে নিয়মিত টহল দিচ্ছিল ফাজিলপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়াসহ পুলিশ সদস্যরা। রাত দেড়টার দিকে ঢাকামুখি লেইনে একটি প্রাইভেট কারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারের ব্যাক কাভার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া যায়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement