বগুড়ায় শোরুমে ৫০ টাকার অফারে চরম উত্তেজনা, সেনাবাহিনীর লাঠিচার্জ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার জলেশ্বরীতলায় লাইফ ওকে নামের একটি শোর”মে ৫০ টাকায় টি-শার্টসহ বিভিন্ন পোশাকে বিশেষ ছাড় বিষয়ে ফেসকুকে লাইভসহ বিভিন্নভাবে প্রচারনা চালায়। খবর পেয়ে হাজার হাজার ক্রেতা ছাত্র সহ বিভিন্ন পেশার লোকজন ভিড় জমালে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী এসে প্রথম পর্যায়ে লাঠিচার্জসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করে চলে গেলে এউ সুযোগে পূণরায় শহ¯্রধীক ক্রেতা ছাত্ররা শোর”মের কেচি গেট খুলে ভেতরে ঢুকে পরে। খবর পেয়ে আবারো সেনাবাহিনী এসে ক্রেতাদেরকে পর্যায়ক্রমে সার্চ করে বের করে দেয়। এসময় পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উ্রপস্থিত ছিলেন।

এসময় সেনাবাহীনির তারা খেয়ে পালাতে গিয়ে অনেক ছাত্ররা পায়ের সেন্ডেল রেখে পালিয়ে গেছে। ছাত্ররা বলেন আমরা লাইফ ওকে শোরুমের অফার দেখে দুরদুরান্ত থেকে এসেছি। এখানে এসে আবার সেনাবাহিনীর মার খেতে হয়েছে। আমাদেরকে ক্ষতিপুরন দিতে হবে। কারন পোশাক কিনতে এসে মার খেলাম কেনো।

শোরুম মালিক পক্ষের সাথে কথা বললে তারা বলেন। আমরা ঢাকায় এভাবেই সেল করি সেই অনুযায়ী বগুড়াতেও করার সিদ্ধান্ত নেই। কিন্ত বগুড়ায় যে এরকম হবে তা আমাদের জানা ছিলনা। মালিক সমিতির সাথে কথা হয়েছিল কিনা সে বিষয়জে জানতে চাইলে বলেন। আমাদের সাথে মালিক সমিতির কেউ যোগাযোগ করেনি সেজন্য আমরাও যোগাযোগ করিনি।

এঘটনায় জলেশ্বরীতলা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ বলেন। লাইফ ওকে নামের শোরুম উদ্বোধন এবং অফার সম্পর্কে আমাদেরকে কিছুই জানানো হয়নি। প্রতিদিন জলেশ্বরীতলায় ৫কোটি টাকার উপরে বিক্রয় হয়। আজ লাইভ ওকে নামের এই প্রতিষ্ঠানের কারনে ব্যবসায়ীদের চরম ক্ষতি হলো। সেইসাথে চরম হুমকির মুখে আছে শোরুমগুলো।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement