বরগুনা প্রতিনিধি
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপজেলা সংলগ্ন বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে শম্ভুর উপজেলা সড়ক সংলগ্ন বাসভবনে ভাঙচুর শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে ফার্মেসি পট্টির জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেন তারা।
ভাঙচুরে নেতৃত্ব দেন জেলার সমন্বয়ক মুহিত নিলয় এবং মীর নিলয়। এসময় তারা স্বৈরাচার বিরোধী নানান ধরনের স্লোগান দেন।
মুহিত নিলয় ভাঙচুর শেষে সাংবাদিকদের বলেন, স্বৈরাচারী হাসিনা কথা বললেই দফায় দফায় ভাঙচুর হবে। উনি মানুষের রক্ত চুষে খেয়ে পালিয়েছে, এখন আবার নতুন করে দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে। ওনার আর কোনো কথা বাংলার জনগণ শুনতে চায় না।
মীর নিলয় বলেন, হাসিনার দোসরদের স্থাপনা ভাঙচুর করেছি। ওদের কোনো অস্তিত্ব রাখবো না।