মোঃ আসাদুজ্জামান:
দেশব্যাপী আনসার ভিডিপির চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারি বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে বরগুনা জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ কর্মকর্তা মোঃ আসাদুজ্জাম গনী।
এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খলিল পুলিশ সুপার বরগুনা। ডাঃ প্রদীপ চন্দ মন্ডল সিভিল সার্জন বরগুনা। সদন চাকমা অধিনায়ক ২২ আনসার ব্যাটালিয়ন এবং জেলা কমান্ডেন্ট ( অঃদাঃ) আনসার ও গ্রাম প্রতিরাক্ষা বাহিনী পটুয়াখালী।
সার্বিক তত্বাবধানে ছিলেন উজ্জল কুমার পাল জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরগুনাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ।
বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ টার দিকে আনসার ভিডিপি প্রধান অতিথিকে লাল গালিচার শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন। এরপর আনসারদের কার্যক্রমের ভিডিও চিত্রের প্রদর্শনী দেখানো হয় এবং অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে আনসারদের দিকনির্দেশনা দেন।