বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা

বরগুনার পাথারঘাটা উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মোঃ রেজাউল ইসলাম (২৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার ১৬ এপ্রিল সকাল ১০ টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি একই এলাকার বাসিন্দা মোঃ খলিলুর রহমানের ছেলে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন এবং পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।  এ সময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মোঃ রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত হরিণের মাংস এবং আটক পাচারকারীকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর  করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘন্টা টহল জারি রয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement