এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মসজিদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে বিচারককে হুমকি দেয়া সহ একাধিক মামলায় জেল খাটা মাহমুদ কাজীর বিরুদ্ধে। আত্মসাতকৃত চাল উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট মসজিদের সভাপতি হারুন অর রশিদ খন্দকার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলার বেতমোর রাজপাড়ার খন্দকার বাড়ি জামে মসজিদে পিরোজপুর জেলা প্রশাসক কর্তৃক জি আর থেকে ১ মে: টন চাল বরাদ্দ হয়।
উক্ত চাল সংশ্লিষ্ট মসজিদের সেক্রেটারি মাহমুদুল হাসান গ্রহণ করে তা ব্যক্তিবলে আত্মসাৎ করেন। মসজিদে বরাদ্দকৃত চাল ফেরত এনে মসজিদের অনুকূলে হস্তান্তরের দাবী জানান।
বর্তমানে মাহমুদ কাজী লিমা নামে এক সন্তানের জননীকে হত্যা চেষ্টা মামলায় পলাতক থাকায় তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, মাহমুদ কাজী কর্তৃক মসজিদের চাল আত্মসাতের অভিযোগটি তদন্তধীন আছে।