লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

লন্ডন থেকে মোঃ সিফন মিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআর,দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।গত ১৭ই জানুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচি পালন করে।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও  চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, ‘হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল।তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল।আমাদের ধরণা হাসপাতালে স্লো পয়জনিং দেয়া হয়েছে।

তিনি আরও বলেন,গত ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন,এবং ডাক্তররা তাকে ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।

প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডন আসতেন তখন আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম।এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারছি না।সে জন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মুনাজাত কর্মসূচি পালন করছি।আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ,সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স (সিডিজিজি) এর চেয়ারম্যান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement