শ্রীপুরে মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণী ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে আল জামিয়াতুল আরাবিয়া রওজাতুল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে  খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার  রাতে শ্রীপুর পৌরসভা ১নং ওয়াড এলাকার বাঘমারা মহিলা মাদ্রাসায় এ পুরস্কার বিতরণী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে  হিফজুল কোরআন  ও তাকমীল (মাস্টার্স) ফারেগিনদের মধ্যে  ৬ জন হাফেজা ও ১১ জন আলেমার অভিভাবক কে সম্মাননা  পুরস্কার ও পাগড়ী প্রদান করা হয়।

আল জামিয়াতুল আরাবিয়া রওজাতুল বানাত মহিলা মাদ্রাসার সভাপতি  মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে আখেরী দোয়া ও গুরুত্বপূর্ণ নসিহত করেন হাফেজ মাওঃ মুফতি কাজী মুঈনুদ্দীন আহমাদসভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া শ্রীপুর উপজেলা শাখা। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক  আর. সি. এস লজিষ্টিকিস লিঃ এর আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ (খোকন)। বুখারী শরীফের বিশেষ আলোচনা পেশ করেন আল্লামা মুফতি শাহ্ আব্দুল ওয়াহিদ কাসেমী মুহতামিম ও শায়খুল হাদিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এস এম জাবেদ উপদেষ্টা শ্রীপুর পৌর বিএনপি।

ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন  মোঃ আহমাদুল কবির মন্ডল (দারা) সাবেক কাউন্সিলর ১নং ওয়ার্ড, মোঃ শাহিন প্রধান সহ-সাধারণ সম্পাদক  শ্রীপুর পৌর যুবদল, মোঃ ইমরান হাসান মিলন সদস্য  ১নং ওয়ার্ড পৌর বিএনপি, মোঃ ঈসরাফিল হোসেন চেয়ারম্যান ইনশা মার্কেটিং,মাওলানা হিফজুর রহমান মুহতামিম মাদরাসাতুস সালিহা বালিকা মাদরাসা, তরুন সমাজ সেবক মোহাম্মদ নাসিম মন্ডল সহ  অন্যান্য নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *