রেজাউল করিম খান,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতার প্রশিক্ষণের উপযোগী করার দাবিতে মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ শিক্ষার্থীরা সহ- সাধারণ মানুষের উপস্থিতিতে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মুজিব সড়কে আমরা সিরাজগঞ্জবাসী আয়োজনে মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ।
সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের কোথাও আমাদের ছেলেমেয়েদের জন্য সাঁতার শেখার কোনো ব্যবস্থা নেই। যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে অনেক শিশু ডুবে মারা যাচ্ছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে কোন প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি নেই। এর জন্য অনেক স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা সাঁতার প্রশিক্ষণ না থাকায় পানিতে গোসল করতেগিয়ে মৃত্যু বরণ করেছে। সাঁতার শেখানো প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে পানিতে ডুবে কেউ মারা যেতো না। এজন্য শহরের পদ্ম পুকুর কে সংরক্ষণ করে সাঁতার শেখার উপযোগী করতে জেলা প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। আমি এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে আবারো অনুরোধ করবো বিষয়টি আপনার সু- বিবেচনায় রেখে অতিদ্রত এ পদক্ষেপ নেওয়ার আহবান জান্নাচ্ছি।
এসময়ে আরও বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ সিরাজগঞ্জ জেলার জাসাসের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল, প্রমুখ। এছাড়াও প্রিন্টও ইলেকট্রনিক্সস মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।