নিজস্ব প্রতিবেদক:
জমি সংক্রান্ত ঘটনার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছোট দুই ভাই ও দুই বোন মিলে বড় ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে।এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বড় গৌরবদী গ্রামে পৈতৃক সম্পত্তি ও ভুলতা গাউছিয়া মার্কেটে থাকা দোকানের মালিকানা নিয়ে বড় ইয়াছিন গাজীর সাথে দীর্ঘদিন ধরেই পারিবারিক ভাবে ছোট দুই ভাই ইলিয়াস, ইমন ও দুই বোন নাসরিন বেগম, মুক্তা বেগমের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ তারিখ মঙ্গলবার রাত অনুমান ১১ দিকে দিকে ভাই বোনেরা মিলে বড় ভাই ইয়াছিন গাজীর ঘরে ঠুকে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। এছাড়া বোন মুক্তা বেগম বটি দা দিয়ে কোপ মেরে হত্যার চেষ্টা করলে ইয়াছিন গাজী ডাক-চিৎকারে বাড়ির আশেপাশের মানুষ এগিয়ে আসলে আহত অবস্থায় অটোভ্যানে করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ও সেখানে ভর্তি হয়।
আহত ইয়াছিন গাজী বলেন, বৃদ্ধ বাবা মিয়াজ উদ্দিন ভাই বোনদের মাঝে বাড়ির জমি ও সব সম্পত্তি ভাগ করে দিয়েছেন সরকারি নিয়মেই ভাগ বন্টন হয়। এখন সম্পত্তি লোভী বোনেরা সব সম্পদের সমান ভাগ চায় একটি দলিলে সমান ভাগ থাকলেও বাকি সম্পদের সমান ভাগ চাচ্ছে। তাছাড়া তাদের বিপদের সময় বিভিন্ন ভাবে আমার কাছ থেকে মোট ৩,৮০,০০০ টাকা ধার-দেনা করে এখন না দেয়ার তালাবাহানা করতেছে। আমি তাদের কাছে টাকাও পাই এখন আবার জমির সমান ভাগ চাচ্ছে।
ইয়াছিন গাজী আরো বলেন, আমার বোন নাসরিন বেগমের স্বামী সাইফুল ইতালি প্রবাসী ও মুক্তা বেগমের স্বামী আমির হোসেন সৌদি প্রবাসী তাদের টাকা পয়সার দাপটে সাথে ভাইদের নিয়ে আমার ওপর এই নির্যাতন করছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মুফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।