মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছাঃ
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জ্ঞাপন করে নবগঠিত কমিটির আহ্বায়ক আতাউর রহমান (রুনু) ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী কে অভিনন্দন জানিয়ে পাইকগাছায় পথসভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসদরস্থ কপোতাক্ষ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আনন্দ মিছিলটি পুরাতন পরিবহন কাউন্টার থেকে শুরু হয়ে বাজারস্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের নিচে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক এর সভাপতিত্বে পথ সভায় বক্তৃতা করেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যঞ্জেশ্বর সানা কার্ত্তিক, যুগ্ম আহ্বায়ক ইউনুছ মোল্লা, পৌর সদস্য সচিব মোঃ সোহেল গাজী, শামীম জোয়াদ্দার, রাজীব নেওয়াজ, সাদ্দাম হোসেন, মজিদ সরদার, হাবিবুর রহমান মিস্ত্রী, মিনারুল গাজী, সফিয়ার রহমান, বাবলু, লাভলু, মামুন, মেহেদী প্রমুখ।