৩৮ ঘন্টা পার হলেও খোঁজ মেলেনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তরের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) নিখোঁজ রয়েছেন। তার সন্ধান দাবিতে দ্বিতীয় দিনে শনিবার দুপুরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অন্তরের পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

শুক্রবার রাত থেকে নিখোঁজ অন্তর কলাপাড়া পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার গ্রামের বাড়ি লোন্দায় ফিরছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না তার স্বজনরা। কলাপাড়া থানার পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এটি পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝামাঝি রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে পার্কিং করা অবস্থায় পাওয়া যায়। কিছুটা দূর থেকে একটি হেলমেটও উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে। অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে অন্তর তার ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেন। পরে থানার মোবাইল পেয়ে তারা বিষয়টি জানতে পারেন।

 

এ বিষয়ে অন্তরের বাবা মো. সোলাইমান বলেন, “আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি সহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করছে। এই ঘটনার পর আমরা আতঙ্ক এবং উৎকণ্ঠায় রয়েছি।

 

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, মোটরসাইকেলটি যেখানে পার্কিং করা ছিল, সেখানে পায়রা পোর্ট ফোরলেন সড়কের নিরাপত্তা কর্মীরা আমাদের অবহিত করেন। এরপর পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে অন্তরকে উদ্ধার করার জন্য।

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement