নিজস্ব প্রতিবেদকঃ
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রামের মাফরুল সাদিক প্রিন্স, যিনি একজন ডেসকো এর ডিপ্লোমা উপবিভাগীয় প্রকৌশলী।বিওবি বিভাগ খিলক্ষেত এ কর্মরত রয়েছেন। এর আগে তিনি মিরপুর ১৩ নম্বরে (ডেসকোর) সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। ডেসকোতে চাকুরীতে যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি ছিলেন।
দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফট, জেনারেটর, সোলার, সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে ” লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন। গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না।
এইভাবে ডেসকোতে তিনি অবৈধভাবে প্রচুর টাকার মালিক বনে যান। তার রয়েছে ফলসিয়া গ্রামে বিলাসবহুল থ্রিপ্লেক্স বাড়ি, যা এলাকার বাসিন্দার কাছে “কিংস প্যালেস”নামে পরিচিত। এছাড়াও আওয়ামীলিগের দোসর প্রিন্স নিজের এলাকায় সাধারন মানুষদের সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে অনেক টাকা প্রতারনা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এবং পরবর্তীতে চাকুরি না পেয়ে টাকা ফেরত চাইলে ভুক্তভুগীদেরকে তৎকালীন রাজনৈতিক প্রভাব ও বলয় দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানান এলাকার ভুক্তভুগীরা।