আফরান নিশো ফিরছেন ‘‘দাগি’’ নিয়ে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতেবেদকঃ 

প্রায় দুই বছর আগে মুক্তি পায় রায়হান রাফীর সিনেমা ‘‘সুড়ঙ্গ’’। এ ছবিটি দিয়েই বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমাই হিট হয়ে আলোচনায় আসেন এই অভিনেতা। এরপর বছর যায়, নিশোর নতুন কাজ দেখার অপেক্ষা আর ফুরায় না। অবশেষে চলতি বছর শিহাব শাহীনের ‘‘দাগি’’ দিয়ে ফিরছেন তিনি।

পরিচালক ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের মধ্য দিয়ে নতুন সিনেমার জানান দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘ইটস র‍্যাপ আপ।’’ হ্যাশট্যাগে লিখেছেন ‘‘দাগি’’।

ভিডিওতে দেখা যায়, পুরো ইউনিটের সঙ্গে নিশোর এক পাশে ছিল অভিনেত্রী তমা মির্জা ও অন্য পাশে ছিল  পরিচালক শিহাব শাহীন। শুটিং শেষ হওয়ার সকলেই খুশিতে মেতে উঠেছে। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘‘ভি’’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘‘র‍্যাপ আপ!’’ এরপর ভিডিওতে আফরান নিশো মজা করে বলেন, ‘‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে’’  তার কথা শুনে ইউনিটের সবাই হাসিতে ফেটে পড়ে।

এর আগে গেল বছরের ডিসেম্বরে সৈয়দপুরে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর পঞ্চগড়, রাজশাহী, বরিশাল, মানিকগঞ্জ, ঢাকায় হয়েছে দৃশ্যধারণ। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ৩০ দিনে এই সিনেমার শুটিং শেষ হয়েছে।  এই ছবিকে যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। সিনেমাটিতে আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। এই রোজা ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement