আমতলীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।   মঙ্গলবার বিকেলে দুপুরে উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের সামনে বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। আরো দু’জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) একটি বাস বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকার কাছাকাছি রহমত ফিলিং স্টেশনের সামনে এসে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় মাহেন্দ্র ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মাহেন্দ্রের পিছনে থাকা অপর একটি মোটরসাইকেলকেও ইউনিক পরিবহন ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে নিহত হয়।

স্থানীয়রা ছুটে এসে আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা ৭ বছরের শিশু আবিদ মারা যায়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক পরিবহনটিকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভিড়ের মধ্যে তারা পালিয়ে গেছেন।’

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement