আমাদের কন্ঠ প্রতিবেদকঃ
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স কর্তৃক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে মতিঝিল থানায় নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দুর্নীতিতে মোড়ানো ডেসকো’র উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স
তিনি বলেন, আমাদের কন্ঠ পত্রিকায় “দুর্নীতিতে মোড়ানো ডেসকো’র প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স” শিরোনামে একটি সংবাদ করা হয়। এই সংবাদের জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কল দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি ও গালাগালি করেন মাফরুল সাদিক প্রিন্স।
তিনি আরও বলেন , বিষয়টি নিয়ে আমি আতঙ্কের মধ্যে আছি যেকোনো সময় অফিসে এসে আমার ওপর হামলা ও অফিসের ক্ষতি সাধন করতে পারে ।তাই মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে এসেছি।
নির্বাহী সম্পাদক আরও বলেন, মাফরুল সাদিক প্রিন্স একজন আওয়ামী লীগের দোসর। ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনার সময় ছাত্রলীগের রাজনীতি করতে । পরে উক্ত কলেজের জিএস নির্বাচিত হন। সেই রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার থাকা কালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় ও তার মদদে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। ডেসকোতে যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি ছিলেন । দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক বনেজান। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না তিনি। এ সব দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আজ আমার ওপর প্রাণনাশের হুমকি।
এ বিষয়ে মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, প্রাণনাশের হুমকির অভিযোগ গ্রহণ করা হয়েছে । বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র প্রেরণ করেছি।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী প্রিন্স কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন