আমাদের টার্গেট হলো শিশুরা পড়তে, লিখতে ও গণিত করতে পারবে – প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টারঃ

আমাদের টার্গেট হলো শিশুরা পড়তে পারবে, লিখতে পারবে ও গণিত করতে পারবে। এটুকু মিনিমাম। এর চাইতে যারা ভাল করতে পারবেন তাদেরকে সালাম দিব। প্রচার করব ঐ স্কুল ভালো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বৃহস্পতিবার (০৬ মার্চ)  ঢাকার মিরপুরস্থ ঢাকা পিটিআই অডিটরিয়ামে ঢাকা মহানগরীর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে  প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান শিক্ষকের উদ্দেশ্যে  উপদেষ্টা বলেন, টিচারদের নিয়ে বসে এসেস করেন-আপনারা কোন জায়গায় আছেন। কোন জায়গায় কত দিনে যেতে চান। টার্গেট ফিক্স করেন, আমরা কোন লেভেলে আছি; আরো ভালো করতে  হলে কি করতে হবে, কি করণীয়, সমস্যা  কি, কার্যক্রম ঠিক করেন- স্কুল খোলার পর কার্যক্রম শুরু করতে পারেন। টার্গেট ফিক্স করে কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করেন। প্রয়োজনে আমাদের সহযোগিতা চান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের  উপ-পরিচালক মোঃ আলী রেজা। বিভিন্ন থানার শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, টিআরসি’র ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। দুটি পর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১ম পর্বে সূত্রাপুর, গুলশান, সেনানিবাস, মিরপুর, মোহাম্মদপুর ও লালবাগ এবং ২য় পর্বে কোতয়ালী, ডেমরা, মতিঝিল, রমনা, তেজগাঁও  এবং ধানমণ্ডি থানার (শিক্ষা থানা) সাথে মতবিনিময় হয়।

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement