মোঃ আকরাম হোসেন, নরসিংদীরঃ দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেল সড়কের নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনটি দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন কর্মসূচী পালন করা অনুষ্ঠিত হয়। আমিরগঞ্জ ইউনিয়ন সমাজকল্যান ও উন্নয়ন সংগঠনের আয়োজনে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক কামরুজ্জামান বাদল, মনির মৃধা, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, আমজাদ হোসেন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়া সহ এলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম