স্টাফ রিপোর্টার:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়ায় মসজিদ ও মাদ্রাসায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, ৩ টি আলাদা স্থানে এ আয়োজন করা হয়, সোনাউটা সিনিয়র ফাজিল মাদ্রাসা, আমুয়া উত্তর পাড় জামে মসজিদ ও আমুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
এসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।
আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির গোলদার এর সভাপতিত্বে ও আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদুল মন্নান তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আকতার হোসেন নিজাম মিরবহর সাধারণ সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি।
এসময় প্রধান অতিথি গত ১৭ বছরের স্বৈরশাসন নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আফজাল গোলদার সহ সভাপতি কাঠালিয়া উপজেলা বিএনপি, আতিক জোমাদ্দার যুগ্ম সাধারণ সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি, শাহীন হোসেন সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি, নাইমুল হক নাঈম সহ সভাপতি আমুয়া ইউনিয়ন বিএনপি, শাহাদাত গোলদার, এনায়েত ফরাজী, খোকন গোলদার, বাবুল ফরাজী, মিজানুর সিকদার, রাজিব হাওলাদার, বাশার মুন্সি, আরাফাত অপি, শিমুল মিরবহর, মোঃ জনি, রাজ গোলদার ও নিরব গোলদার সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন দলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।