‘আয়নাঘর’নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গোপন বন্দীশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায়।
আয়নাঘরের কয়েকেটি ছবি:
![ভুক্তভোগী প্রধান উপদেষ্টাকে দেখাচ্ছেন, তার মাকে এখানে আটকে রাখা হয়েছিল, যখন তার বয়স ১১ বছর ছিল।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/2.png)
![দেয়ালে লেখা সাংকেতিক চিহ্ন দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/3.png)
![আয়নাঘরের মধ্যে গোপন বন্দিশালা।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/4.png)
![আয়নাঘরের মধ্যে বদ্ধ ছোট কক্ষ।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/5.png)
![আয়নাঘরের মধ্যে বদ্ধ আরেকটি ছোট কক্ষ।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/6.png)
![আয়নাঘরের মধ্যে অন্য আরেকটি গোপন ছোট বন্দিশালা।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/7.png)
![ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এখানেই আটকে রাখা হয়েছিল।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/8.png)
![তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আটক ছিলেন এই কক্ষে।](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/9.png)
![গোপন বন্দিশালা ও বন্দী জীবনের বর্ণনা দেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান)। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/10.png)
![জঙ্গি আখ্যা দিয়ে তুলে আটকে রাখা এক ভুক্তভোগী অভিজ্ঞতা বর্ণনা করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/11.png)
![সংকীর্ণ বন্দিশালায় যেভাবে রাখা হতো তার বর্ণনা দেন এক ভুক্তভোগী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/12.png)
![দীর্ঘদিন যে ঘরে বন্দী ছিলে সেটির বর্ণনা দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আযমী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং](https://www.amaderkantha.com/wp-content/uploads/2025/02/13.png)