আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোঃ লিঃ কর্তৃক জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০) বেলা ১১টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,২০১৫ প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে পুনর্বাসন প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো ভুক্তভোগী পরিবারগুলো তা পায়নি। ফলে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত ঘর হস্তান্তরের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী হাফিজুর পিন্টু, হুমায়ুন মোল্লা, সিমা, মোঃ মামুন মৃধা, খবির মোল্লা, রাশিদা, আব্বাস মৃধা প্রমুখ।

বক্তারা আরও বলেন, সরকারের পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর দ্রুত হস্তান্তর করা না হলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement