তৌকির আহাম্মেদ,সাভারঃ
সাভারের আশুলিয়ায় এক অটোরিকশা চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ও পিটিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।শনিবার (২৯ মার্চ) ভোররাতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় এঘটনা ঘটে। নিহত ওই অটোরিকশা চালকের নাম শাওন। তবে তাতক্ষণিক ভাবে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে ওই অটোরিকশা চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ও পিটিয়ে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসে। এই খবর পেয়ে আজ সকালে পুলিশ সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশাটি উদ্ধারসহ এর চালকের হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।