তৌকির আহাম্মেদ,সাভারঃ
সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী মাসুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, কয়েকটি বিদেশি মদের বোতল ও কয়েকটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।চক্রের বাকী সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র্যাব।
এ চক্রের সদস্যরা এলাকায় মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও জানায় র্যাব।